ম্যাজলোর পিরামিড

—  অারে ঘোসবাবু, কী মনে করে?
—  অার বলবেন না মশাই। ওয়াই-ফাইটা অফ হয়ে গেছে।
—  অফ হো গেয়া? অরে রে রে, কেয়া মুশকিল কি বাত।
—  মুশকিল নয়? অামি এবার নেট সার্ফ করবো কীভাবে?
—  হাঁ, তাই তো তাই তো, নেট সার্ফ কোরা ভেরি ইম্পর্ট্যান্ট।
—  ফেসবুকের লাইক কমেন্ট কীভাবে করবো?
—  বেশক বেশক।
—  ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কাটাবো কীভাবে?
—  সহী হ্যায় সহী হ্যায়।
—  লেটেস্ট দেখা সিনেমা নিয়ে অাইএমডিবি ট্রিভিয়া সেকশন, টিভিট্রোপস, উইকিপিডিয়া…এসব কী হবে?
—  ম্যায়নে সমঝ লিয়া। অাপকা হালত খরাব হ্যায়। কেবল্ ইন্টারনেট হ্যায় কেয়া?
—  হ্যাঁ। ইন্টারনেট ছাড়া অার কী দেবে?
—  অারে কেবল্ মতলব ওনলি নহী, কেবল্ কেবল্, জিসসে টিভি চ্যানেলস অাতে থে। কেবল্ ইন্টারনেট হ্যায় অাপকা?
—  ও, তাই বলুন। হ্যাঁ, তাই বটে।
—  হেল্পলাইন মে ফোন লগায়ে?
—  করেছি ফোন। বলছে কালকের ঝড়ে তার কেটে গেছে।
—  রিপেয়ার মে টাইম লগ যায়গা?
—  ঘন্টাতিনেক তো বটেই।
—  ওয়াহ্। ইয়ে তো অাপকে লিয়ে গোল্ডেন অাপারচুনিটি হ্যায়।
—  সুবর্ণ সুযোগ? কীরকম?
—  অরে সোচিয়ে জনাব, সোচিয়ে। অাপকে পাস পুরে তিন ঘন্টে হ্যায়। ফ্রী টাইম।
—  ফ্রী টাইম? কীভাবে?
—  অরে ইন্টারনেট সে ফ্রীডম।
—  কী বলছেন কী? ইন্টারনেটের অামি দাস নাকি, যে ফ্রীডম লাগবে?
—  ঘোসবাবু, অাপনি লাস্ট কব কিতাব লেকে ব্যায়ঠে হ্যাঁয়?
—  বই? শেষ কবে? ইয়ে, মানে, সে তো অনেকদিন হয়ে গেল।
—  লাস্ট কব অাপ কোই পুরানে দোস্ত সে বাত কিয়ে হ্যাঁয় ঘন্টো ভর?
—  হুম। তা খুব একটা মনে পড়ে না। অাসলে সেরকম টাইমটাই ঠিক…
—  লাস্ট কব অাপ পয়দল শহর ঘুমনে নিকলে হ্যাঁয়?
—  এই গরমে? পায়ে হেঁটে শহর ঘুরবো? পাগল নাকি।
—  শাম কো তো যা সকতে হ্যাঁয়। উস সময় ওয়েদার নাজুক হোতা হ্যায়।
—  হাঁটাহাঁটি করা তো ভালই। তবে কি, সেটাও অনেকদিন করা হয় নি।
—  অাপকা ঘর ক্যায়সা হ্যায় অভি?
—  ঘর কেমন অাছে মানে?
—  মতলব পিছলে বার জব ম্যায়নে অাপকা ঘর দেখা থা তো উসকা এন্ট্রপি কুছ জেয়াদা হি থি।
—  এন্ট্রপি? ঘরের এন্ট্রপি?
—  অাপকা ঘর বহুত মেসি হ্যায় ঘোসবাবু। কিতাব ইধর তো কপড়ে উধর। অাউর সব মে ধুল হি ধুল।
—  কী করবো বলুন। ঠিকঠাক সাফসুতরা করতে গেলে তো সময় চাই। তার উপর এত গরমে…
—  উইন্টার মে ভি অাপ অ্যায়সা হি এক্সকিউজ দিয়ে থে। বহুত ঠন্ড হ্যায় গর্মী কে টাইম মে করেঙ্গে।
—  বলেছিলাম বুঝি? হেহে।
—  তো অব কীজিয়ে।
—  অ্যাঁ?
—  হাঁ। তিন ঘন্টে মিনিমাম হ্যায় অাপকে পাস। কুছ তো কাম হো হি যায়গা।
—  এখন। ঘর পরিষ্কার করবো? সারাদিন বড্ড পরিশ্রম গেছে, রোদ্দুরে ঘোরাঘুরি করে…
—  অচ্ছা, কোই নেহী। কল তো ইলেকশান রিজাল্ট হ্যায়। কল কর লে না।
—  হ্যাঁ, কাল ডেফিনিটলি করে নেব। গড প্রমিস।
—  গড প্রমিস? অাপ তো গড মানতে ভি নেহী হ্যাঁয়।
—  তাই বুঝি? হেহে।
—  ঠিক হ্যায়, এক কাম কীজিয়ে। শাম হো রহা হ্যায়, এক রাউন্ড মারকে অাইয়ে।
—  এক রাউন্ড? পায়ে হেঁটে?
—  অাফকোর্স। ইক্সারসাইজ ভি হোগা পসীনা ভি নিকলেগি অাপকা ভুঁড়ি ভি ডিক্রীজ হো যায়গা।
—  না মানে সারাদিন রোদে…
—  ধূপ নেহি হ্যায়, শাম হো চুকি হ্যায়।
—  …গরমে…
—  গরমী নেহি হ্যায়। হভা চল রহী হ্যায়। ওয়েদার ফার্স্টক্লাস হ্যায়।
—  …দৌড়োদৌড়ি করে…
—  দৌড়না নেহি হ্যায়, ওয়াক করনা হ্যায় সির্ফ।
—  …এত টায়ার্ড…
—  ধীরে সে ওয়াক কীজিয়ে। মজা অায়েগা।
—  …পা ব্যথা…
—  পেনকিলার খাকে…অচ্ছা ছোড়িয়ে। কিসী পুরানে দোস্ত কো হি ফোন লগাইয়ে।
—  ব্যালেন্স নেই ফোনে।
—  অাপকা পোস্টপেড হ্যায় না?
—  প্যাকেজ শেষ।
—  ভর লীজিয়ে।
—  ব্যাঙ্ক ব্যালেন্স তলানিতে।
—  ল্যান্ডলাইন সে কর লীজিয়ে।
—  লাইন ডেড।
—  চিঠ্ঠি লিখ লীজিয়ে। লাস্ট কব লিখে থে?
—  পেনে কালি নেই।
—  বাহর সে পেন খরিদকে লাইয়ে।
—  অাবার বেরোতে হবে?
—  ছোড়িয়ে। অাপসে অ্যাক্টিভ কাম হোনে ওয়ালা নেহী।
—  না মানে হার্ড ওয়ার্কটা ঠিক…
—  কিতাব পঢ়না শুরু কীজিয়ে।
—  কিতাব?
—  হাঁ হাঁ, কিতাব। বই। বুক। রীডিং কীজিয়ে।
—  রীডোবো?
—  হাঁ হাঁ রীডেবেন। অলবৎ রীডেবেন।
—  বই নেই।
—  নেই?
—  নেই।
—  কেয়া বাত কর রহে হ্যাঁয়? অাপকে সামনে টেবিল কে উপর হি তো হ্যায়।
—  টেবিলে? বই? কোথায়?
—  অরে উও রহা। ব্রাউন কভার।
—  কই টেবিলে তো জলের বোতল ল্যাপটপ অার মোবাইল। অার একটা কোস্টার। শ্রীখন্ডের বাটি।
—  অাপকো ক্যাটারাক্ট হুয়া হ্যায় কেয়া? ওহি তো হ্যায়।
—  ও ওইটে?
—  হাঁ উও উইটে।
—  ওটা পড়তে হবে?
—  অাফকোর্স। কেয়া লাজবাব কিতাব হ্যায়। সরদিন্দুজী কা কিতাব হ্যায় জনাব।
—  ওঃ, তাই?
—  নাম কেয়া হ্যায়? অ্যায়তেহাসিক উপান্যেয়াস! হিস্টোরিকাল নভেলস! ওয়াহ ওয়াহ।
—  উপন্যাস শুধু নয়। কাহিনীসমগ্র।
—  কহানি ভি অাছে?
—  হ্যাঁ। বেশ ভালো কালেক্শান।
—  তো পঢ়নে মে দিক্কত কেয়া হ্যায় ঘোসবাবু? দিখনে মে তো দিলচস্প লগ রহা হ্যায়।
—  তা তো লাগছেই।
—  পহলা কহানি কেয়া হ্যায় দেখেঁ জরা…অমিতাভ! বাপরে।
—  হ্যাঁ, ইন্টারেস্টিং গল্প।
—  অাপনি পঢ়েছেন?
—  নাঃ, শুরু করেছিলাম। প্রথম প্যারাটা পরে মুগ্ধ হয়েছিলাম।
—  কেয়া লিখা হ্যায় পহলে প্যারাগ্রাফ মে?
—  অাষাঢ়ে কথার সঙ্গে যদি কোন পন্ডিত ব্যক্তির নাম জুড়ে দেওয়া যায়, সকলে তখন তা বিশ্বাস করবে।
—  অচ্ছা? ক্যায়সে?
—  যেমন ধরুন, অামরা গণতন্ত্রে স্বাধীনভাবে বসবাস করছি, এবং সরকারী নীতিতে অামাদের কথার গুরুত্ত্ব অাছে।
—  ইয়ে বাত কৌন পন্ডিত বোলেন?
—  সবাই বলে। সবাই মানে।
—  মতলব ইগজ্যাক্ট কৌন বলে অাপনার অাইডিয়া নেই?
—  ইয়ে মানে…ওই তো, উইকিপিডিয়াতে নির্ঘাত অাছে, খুলে দেখি…ধ্যাত্তোর, নেটই তো নেই।
—  ম্যাজলো পিরামিড অফ নীডস পতা হ্যায় অাপকো?
—  পিরামিড অফ নীডস? মানে?
—  এব্রাহাম ম্যাজলো, সাইকলজিস্ট থে। হমলোগ–ইয়ানি কি মনুষ্য, হিউমানস–কো কেয়া কেয়া চাহত হোতি হ্যায় উসকা এক স্টাডি। ইয়ে এক পিরামিড শেপ মে দিখায়া যাতা হ্যায়।
—  পিরামিড? মানে নীচে যেটা থাকবে সেটা পরিপূর্ণ না হলে উপরেরটা হবে না?
—  কারেক্ট। ফাস্ট পিকাপ ঘোসবাবু! পিরামিড কি মুতাবিক সবসে নীচে হোতা হ্যায় ফিজিওলজিকাল নীডস, জ্যায়সে খানা পানি হভা রহনে কি জগহ পহননে কা কপড়া ইয়ে সব।
—  তার উপর?
—  উসকে উপর হ্যায় সেফটি। সিকিওরিটি। উসকে উপর হ্যায় পেয়ার, ফ্রেন্ডশিপ, ফ্যামিলি। উসকে উপর রিস্পেক্ট, অাউর সবসে উপর অপনা পোটেনশিয়াল পুরী তরহ ফুলফিল করনে কি ইচ্ছা।
—  বাপরে, গোলমেলে ব্যাপার।
—  ইয়ে তো গয়া ১৯৪৩ কি বাত। জানতে হ্যাঁয় অাজকল ইস পিরামিড কি জো বেস হ্যায়, মতলব ফুড ওয়াটার ক্লোদিং শেল্টার–ইসকে নীচে ভী এক কাটেগরি অা গেয়া হ্যায়?
—  তাই? অাপডেট হয়েছে? নতুন গবেষণা?
—  বহুত রিসার্চ কে বাদ লোগ ইস নতীজে পে পৌঁছে হ্যাঁয় কি ফিজিওলাজিকাল নীডস বেসিক নহী হ্যায়। উসসে ভি বেসিক এক নীড হ্যায়।
—  কী সেটা?
—  ইন্টারনেট ঘোসবাবু, ইন্টারনেট। অাপকা পেয়ারা ওয়াই-ফাই। ইসকে বিনা হমলোগ ফুসস।
—  নেটটা ঠিক করে দিয়েছে বোধহয়। এইতো, পিং এক মিলিসেকেন্ড। ফাস্ট সার্ভিস বেশ। অাপনি অাসুন, অামার ফেসবুক ইউটিউব অাইএমডিবি ইত্যাদি অামায় মিস করছে।
—  অা গিয়া ওয়াই-ফাই, তো অব হামি যাই। গুডবাই।
_________________________________

#সোঘো, সন্ধ্যা সাতটা কুড়ি, হটস্পট অফ অাছে মাইরি বলছি এবার চালু করবো কেবল্ ওয়াইফাই চালু নেই গড প্রমিস, ১৮ মে, ২০১৬ সাল, যে শহরে গানের কলিও গুনগুন করা যায় অাবার ক্যারাটের কাতাও শেখা যায়।

4 thoughts on “ম্যাজলোর পিরামিড

এখানে আপনার মন্তব্য রেখে যান